হুগলি, ১০ জানুয়ারি:- হুগলি সাংগঠনিক জেলায় বিজেপি সদস্য সংগ্রহ করেছে ৮০ হাজার। সাংগঠনিক নির্বাচনের প্রশিক্ষণ কর্মশালায় উপস্থিত হয়েছিলেন হুগলি জেলায় বিজেপি নিযুক্ত রিটার্নিং অফিসার জ্যোতির্ময় সিং মাহাতো। বুথ স্তর থেকে জেলা নির্বাচন শুরু হবে। তার আগে কর্মিদের নিয়ে হয় এই প্রশিক্ষণ শিবির। চুঁচুড়া মল্লিক কাশিম হাটের একটি লজে পুরুলিয়ার সাংসদ বলেন, রাজ্যে যা লক্ষ্যমাত্রা দেওয়া হয়েছিল তার থেকে বেশি সদস্য সংগ্রহ হয়েছে। হুগলি জেলার ক্ষেত্রেও প্রায় এক লাখ হয়ে গেছে। এত সদস্য সংগ্রহ করতে সময় লাগবে এটাই স্বাভাবিক। এর মাধ্যমে আমরা ২০২৬ সালে সরকার তৈরি করব এতে কোন সন্দেহ নেই।
হুগলি সভাপতি হওয়ার জন্য অনেকেই আবেদন করেছেন বলে খবর বিজেপি সূত্রে। আর জি কর কাণ্ডের রায়দান হবে ১৮ই জানুয়ারি। সেই প্রসঙ্গে জ্যোতির্ময় সিং মাহাত বলেন, পাঁচ দিন সময় পেয়েছিল পুলিশ তারা দেখিয়ে দিয়েছে কিভাবে তথ্য প্রমাণ নষ্ট করতে হয়। সকলের চেষ্টায় তথ্যপ্রমাণ নষ্ট করা হয়েছে। সেই সময় যদি অভিযুক্তদের গ্রেফতার করা হতো তাহলে অন্যরকম হতো। নির্যাতিতার মা বাবা যেমনটা বলছে আরো কেউ যুক্ত থাকতে পারে। সেটা রাজ্যের মানুষ সবাই জানে এটা তদন্ত সাপেক্ষ আছে।রাজ্য পুলিশের যারা কর্তা আছেন তারা নিজে বাঁচার জন্য কাউকে বাঁচানোর জন্য সব নষ্ট করেছে।