এই মুহূর্তে জেলা

গৃহস্থের বাড়ি থেকে চুরি যাওয়া টাকা এবং সোনা প্রাপকের হাতে ফেরালো পুলিশ।

হুগলি, ১৭ নভেম্বর:- এক গৃহস্থের বাড়ি থেকে চুরি যাওয়া ৭০ হাজার টাকা এবং কুড়িগ্রাম উদ্ধার সোনা প্রাপকের হাতে ফেরালো পুলিশ। আজ চন্দননগর পুলিশ কমিশনারেট এর ডিসিপি অরবিন্দ কুমার আনন্দ এক সাংবাদিক সম্মেলন করে জানান। গত ৯ তারিখে শেওড়াফুলির ছাতুগঞ্জ এলাকায় ছট পুজো উপলক্ষে বাড়ি ফাঁকা ছিল সেই সুযোগে বাড়ির আলমারি ভেঙ্গে সোনার গহনা এবং নগদ টাকা নিয়ে দুস্কৃতিকারীরা নিয়ে চম্পট দেয়, পরে সিসিটিভি দেখে একজনকে শনাক্তকরণ করা হয় এবং তারপর তাকে জিজ্ঞাসাবাদ করে আরও দু’জনকে ধরা হয়েছে। ধৃতকে জিজ্ঞাসাবাদ করে জানার চেষ্টা হচ্ছে। উত্তরপাড়া থেকে শ্রীরামপুর পর্যন্ত বর্তমান কালে যে সমস্ত চুরির ঘটনা ঘটেছে সেগুলোর সঙ্গে কোনো যোগ আছে কিনা।