এই মুহূর্তে জেলা

ঘূর্ণিঝড় মোকাবিলায় আগাম সতর্কতা নিলো হাওড়া পুরসভা।

হাওড়া, ২১ অক্টোবর:- ঘূর্ণিঝড় মোকাবিলায় আগাম সতর্কতা নিলো হাওড়া পুরসভা। বিপর্যয় মোকাবিলা, নিকাশি, ড্রেনেজ সহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ দফতরের ছুটি বাতিল করা হয়েছে। সিত্রাং মোকাবিলায় হাওড়া পুরসভার তরফ থেকে কন্ট্রোল রুম খোলা হয়েছে। এর নাম্বার ৬২৯২২৩২৮৭০/৭১। এই কন্ট্রোল রুম খোলা থাকছে ২২ অক্টোবর থেকে ২৬ অক্টোবর পর্যন্ত। ২৪ ঘন্টা কন্টোল রুম খোলা থাকবে। ২টি শিফটে ২ জন করে থাকবেন কন্ট্রোল রুমে। পুরসভার মোটর ভিহেকেলস, কনজারভেন্সি, হেলথ, ডিএমজি, ড্রেনেজ, জল, বিদ্যুৎ সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ দফতরের কর্মীদের ছুটি বাতিল করা হয়েছে।