এই মুহূর্তে জেলা

হাওড়ায় আজও একাধিক কর্মসূচি স্মৃতি ইরানির।


হওড়া, ১২ জুলাই:- তিনদিনের হাওড়া সদর লোকসভা কেন্দ্রে ঠাসা কর্মসূচির আজই শেষ দিন কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানির। আজ সকাল থেকেও চলছে বিভিন্ন কর্মসূচি। স্বাধীনতার ৭৫তম বর্ষপূর্তিতে এদিন “আজাদি কা অমৃত মহোৎসব” উপলক্ষে এক পদযাত্রায় অংশ নেন স্মৃতি ইরানি। কদমতলা বাসস্ট্যান্ড থেকে পঞ্চাননতলা রোড হয়ে হাওড়া ময়দান পর্যন্ত ওই মিছিলের আয়োজন করা হয়।

এরপর বালিটিকুরিতে তরুণ দল ক্লাব সংলগ্ন শিবপুর কেন্দ্রে ১১৯ নম্বর বুথে বাড়ি বাড়ি মানুষের সঙ্গে যোগাযোগ স্থাপন করবেন তিনি। এবং প্রমুখ এর বাড়িতে মধ্যাহ্নভোজন করবেন। এরপর সন্ধ্যায় জেলা অফিসে প্রেস মিট করবেন স্মৃতি ইরানি। এর মধ্য দিয়েই তিনদিনের প্রবাস কার্যক্রম শেষ করবেন তিনি।