কলকাতা, ১৪ সেপ্টেম্বর:- মুখ্যমন্ত্রী নিজেই পৌঁছে গেলেন আন্দোলন মঞ্চে। তিনি আন্দোলন মঞ্চে গিয়ে জুনিয়র চিকিৎসকদের সঙ্গে কথা বলতে চান। তাঁকে ঘিরেই ছাত্র ছাত্রীরা উই ওয়ান্ট জাস্টিস দিতে থাকে। মুখ্যমন্ত্রী বলতে শুরু করেন। বলেন আমি নিজে আন্দোলন থেকে উঠে এসেছি। আমি আন্দোলনের ব্যথা বুঝি। আমি আপনাদের সঙ্গে কথা বলতে এসেছি। আপনাদের গনতান্ত্রিক অধিকার। পাঁচ মিনিট সময় দিন। আপনাদের আন্দোলন কে কুর্নিশ জানাই।
নিশ্চিন্তে থাকুন কারোর বিরুদ্ধে কোনও অ্যাকশন নেবনা। আমি তো একা সরকার চালাই না, আমি আপনাদের দাবিগুলো নিয়ে স্টাডি করব। আমি প্রতিশ্রুতি দিচ্ছি আপনাদের সব বিষয়টা আমি নিজে দেখব। কেউ দোষী হলে সে শাস্তি পাবে। আমি অনুরোধ করছি, আপনারা কথা বলুন, সিদ্ধান্ত নিন। এটুকু জেনে রাখবেন, আমি কোনো অ্যাকশন নেব না। আপনাদের দাবি আমি ভাবব পূরণ করব। যদি কেউ অপরাধী হয়। আমাকে সময় দিন চিন্তা ভাবনা করব। যদি কাউকে দোষী পাই ব্যবস্থা নেবো। আমি মুখ্যমন্ত্রী হিসেবে নয়, আপনাদের দিদি হিসেবে বলতে এসেছি। আপনাদের সহযোদ্ধা আমি। আমি আগেও আপনাদের আন্দোলন সমর্থন করেছি এবং ভবিষ্যতেও করব।