হুগলি, ১৪ সেপ্টেম্বর:- নিম্নচাপের জেরে গতকাল থেকে নাগারে শুরু হয়েছে বৃষ্টি। গতকাল রাত থেকে শুরু হওয়া বৃষ্টিতে নাজেহাল সাধারণ মানুষের জনজীবন। কোথাও গাছ পড়ছে তো কোথাও রাস্তা নদীর চেহারা নিচ্ছে। ব্যান্ডেল বালি মোড় থেকে স্টেশন যাওয়ার স্টেশন রোড জলের তলায়। রাস্তার পাশের দোকানে জল ঢুকে যায়। দোকানপাট বন্ধ। ব্যান্ডেল স্টেশনের সাবওয়ের তলায় জল বিপদসীমার উপর দিয়ে বইছে। চুঁচুড়া স্টেশনের সাবওয়ের তলাতেও জল জমেছে। কোথাও হাঁটু জল, তো কোথাও কোমর জল। সেই জল পেরিয়েই মানুষকে যাতায়াত করছে। একটানা বৃষ্টিতে মাটি নরম হয়ে ভেঙে পড়লো গাছ।
পোলবার গোটুতে রাস্তা বন্ধ, যান চলাচল ব্যহত। টানা বৃষ্টিতে বিপর্যস্ত জনজীবন। জল জমেছে নিচু এলাকায়। পোলবার সুগন্ধা গ্রাম পঞ্চায়েতের গোটু ফুটবল খেলার মাঠের সামনে একটি বড় গাছ পড়ে যায় রাস্তার ওপর। চুঁচুড়া তারকেশ্বর ১৭ নম্বর রোড বন্ধ হয়ে যায়। বড় লরি বাস দাঁড়িয়ে পড়ে রাস্তার দুই দিকে। পোলবা থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। গাছ কেটে সরানোর পরেই রাস্তায় যান চলাচল স্বাভাবিক হবে। গতকাল থেকে একটানা বৃষ্টি হয়ে চলেছে। রাতভর বৃষ্টির ফলে জল জমেছে কিছু এলাকায়।