হুগলি, ১৫ সেপ্টেম্বর:- একটানা বৃষ্টিতে জল যন্ত্রণা বৈদ্যবাটিতে, জলের তলায় ঘরবাড়ি থেকে কৃষি জমি। মাথায় হাত চাষীদের। অভিযোগ নেই সুষ্ঠু নিকাশি। বৈদ্যবাটি ১৭ নম্বর ওয়ার্ডের ধান মাঠ সংলগ্ন নতুন পাড়া এলাকায় একটানা বৃষ্টিতে জলের তলায় একাধিক ঘরবাড়ি। এক হাঁটু জল পেরিয়েই যাতায়াত করতে হচ্ছে স্থানীয়দের। অভিযোগ দীর্ঘদিন ধরে এই অবস্থাতেই বসবাস করতে হচ্ছে তাদের। অল্প বৃষ্টিতেই রাস্তায় জল জমে যায়। আর দুদিনের একটানা বৃষ্টিতে কার্যত হাঁটু জলে জনজীবন বিপর্যস্ত ওই এলাকায়। জলের মধ্যেই ঘুরে বেড়াচ্ছে সাপ জোক। ভয়ে ভয়ে বাস করতে হচ্ছে তাদের। এলাকা স্থানীয়দের দাবি সুষ্ঠু নিকাশি ব্যবস্থা। অন্যদিকে বৈদ্যবাটি ধানমাঠ সংলগ্ন এলাকায় একটানা বৃষ্টিতেই জলের তলায় বিঘার পর বিঘা কৃষি জমি। বর্ষাতেই আমন ধান রুয়েছিলেন চাষিরা।
আর টানা বৃষ্টিতে সেই ধান জমিতেই দাঁড়িয়েছে জল। ফলে বিঘা বিঘা জমিতে ধান নষ্ট হওয়ার আশঙ্কা দেখছেন চাষিরা। দ্রুত আবহাওয়ার উন্নতি না হলে সমস্তটাই নষ্ট হয়ে যাবে বলে দাবি চাষীদের। চাষীদের অভিযোগ ধান জমিতে অবৈধ নির্মাণের জন্যই নিকাশি ব্যবস্থা বিপর্যস্ত। বৃষ্টি হলে জল যাওয়ার কোন রাস্তা থাকে না। চাষীদের দাবি যত তাড়াতাড়ি সম্ভব সুষ্ঠু নিকাশি ব্যবস্থা করা হোক। যদিও নিকাশি ব্যবস্থা না থাকার কথা শিকার করেছেন ওয়াড কাউন্সিলর। তার কথায় এখানে সুষ্ঠ নিকাশি ব্যবস্থা নেই তার জন্য কৃষকরা দায়ী। বার বার তাদের বসতে বলা হয়েছিল নিকাশীর জন্য কিন্তু তারা কেউ বসেননি। জমি জট রয়েছে কিছু সেগুলোর জন্যই নিশকি গড়ে ওঠেনি।