এই মুহূর্তে জেলা

পরীক্ষা দিয়ে পুকুরে স্নান, হুগলিতে ডুবে মৃত্যু দুই স্কুল ছাত্রের।

হুগলি, ৯ আগস্ট:- ছাত্র সায়ন নাথ ও উজান ঘোষ কোন্নগর নবগ্রাম বিদ্যাপীঠের সপ্তম শ্রেণীর ছাত্র। আজ প্রথমার্ধে ইতিহাস পরীক্ষা ছিল। পরীক্ষা শেষে কয়েকজন ছাত্রের সঙ্গে স্থানীয় একটি পুকুরে স্নান করতে যায় তাঁরা। স্থানীয়রা জানান বাকিরা স্নান করে উঠে গেলেও ওই দুজন তলিয়ে যায়। দুজনকে ডুবে যেতে দেখে স্থানীয়দের খবর দেয় স্কুলেরই ছাত্ররা। পরে দুই ছাত্রকে উদ্ধার করে কানাইপুর স্বাস্থ্য কেন্দ্র নিয়ে যায়। সেখানেই চিকিৎসক তাদের মৃত বলে ঘোষণা করেন। কোমরে থার্মোকল বেঁধে পুকুরে স্নান করছিল ছাত্ররা। স্কুলের প্রধান শিক্ষিকা সোমা চৌধুরী জানান, আজ পরীক্ষা শেষ হওয়ার পর ওরা পুকুরে স্নান করতে নামে।

পুকুরটা স্কুল থেকে কিছুটা দূরে। পৌনে একটা নাগাদ আমরা খবর পাই। পুকুরে গিয়ে দেখি স্থানীয়রা উদ্ধারের চেষ্টা করছে। এক ছাত্রকে পাঁচ মিনিট পর উদ্ধার করা হয়।আরেকজনকে দেরীতে পাওয়া যায়। সোনালী ঘোষ বলেন, স্কুলে পরীক্ষা দিয়ে বাড়ি ফেরেনি ছেলে। ওর বাবা ফোন করে বলল হাসপাতালে আসতে। আমাকে দেখতে দেয়নি। স্কুলের এক ছাত্র জানায় সপ্তম শ্রেণীর পরীক্ষা প্রথমার্ধে ছিল। ওরা প্রায়ই ওই পুকুরে স্নান করত। কোমরে থার্মোকল বেঁধে।সাঁতার জানত না।