রিংকা পাত্র , ১১ ফেব্রুয়ারি:- রাজ্য দমকল দপ্তরের মুকুট’এর নতুন পালক উত্তর দমদম পুরো এলাকায় অগ্নিনির্বাপণ কেন্দ্র, দীর্ঘদিন ধরেই উত্তর দমদম পূরবাসীর স্বপ্ন ছিল, উত্তর দমদম পুরো এলাকায় অগ্নিনির্বাপণ কেন্দ্র গড়ে তুলুক রাজ্য সরকার, আজ সেই স্বপ্নপূরণ করলেন রাজ্য সরকারের অগ্নিনির্বাপণ দপ্তরের ভারপ্রাপ্ত মন্ত্রী সুজিত বসু। এদিন বিকেল পাঁচটায় বিরাটি যশোর রোডের কাছেকাঠা জায়গার ওপর অগ্নিনির্বাপণ কেন্দ্রের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন দমকল মন্ত্রী সুজিত বসু। এছাড়াও উপস্থিত ছিলেন উত্তর দমদম পৌরসভার প্রশাসক সুবোধ চক্রবর্তী, চন্দ্রিমা ভট্টাচার্য্য, সহ উত্তর দমদম পৌরসভার সমস্ত প্রশাসক মন্ডলী সদস্যরা, উত্তর দমদম পুরসভার তরফে এই 15 কাটা জায়গা,
রাজ্য দপ্তরে হাতে তুলে দেওয়া হয়, দমকল মন্ত্রী সুজিত বোস জানিয়েছেন ৪ কোটি ৮0 লক্ষ টাকা এই অগ্নিনির্বাপন কেন্দ্রের জন্য বরাদ্দ করা হয়েছে, আবাসন দপ্তর বিল্ডিং তৈরির কাজ করবে, যত দ্রুত সম্ভব এখানে নতুন অগ্নিনির্বাপণ কেন্দ্র করে উঠবে, এতদিন উত্তর দমদম পৌরসভার এলাকায় আগুন লাগলে ভরসা করে থাকতে হতো, নিউ ব্যারাকপুর অগ্নি নির্বাপন কেন্দ্র, অথবা দমদম অগ্নিনির্বাপণ কেন্দ্রের দিকে, কিন্তু এবার থেকে আর অপেক্ষা করতে হবে না, অত্যাধুনিক এই অগ্নিনির্বাপন কেন্দ্র তৈরি হবে. যা উত্তর দমদমকে তো বটেই পাশাপাশি নিউ ব্যারাকপুর, দমদম, কামারহাটি, বিস্তীর্ণ এলাকার মানুষ উপকৃত হবেন।