এই মুহূর্তে জেলা

ব্যান্ডেল লোকালের প্যানটোগ্রাফ ভেঙে বিপত্তি শেওড়াফুলিতে।

হুগলি, ৯ আগস্ট:- শেওড়াফুলি স্টেশনে ঢোকার আগে ডাউন ব্যান্ডেল লোকাল ট্রেনের প‍্যান্টোগ্রাফ ভেঙে বিপত্তি।ডাউনের একটি লাইন বন্ধ। জানা গেছে চারটে নাগাদ ডাউন ব্যান্ডেল লোকাল বৈদ্যবাটি ছেড়ে হাওড়ার দিকে যাত্রা করে। শেওড়াফুলি স্টেশনে ঢোকার আগে হঠাৎ প্যান্টোগ্রাফ ভেঙে ওভারহেড তাঁর ছিঁড়ে যায়।

ব্যান্ডেল হাওড়া শাখার ডাউন লাইনে ট্রেন দাঁড়িয়ে পরায় ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।তবে রিভার্স লাইন দিয়ে ট্রেন চলছে ডাউনে। রেলকর্মীরা কাজ শুরু করে। আপ লাইনে ট্রেন চলাচলে বিঘ্ন ঘটেনি।