এই মুহূর্তে জেলা

ছাত্র-বিক্ষোভে উত্তাল হাওড়ার আজাদ হিন্দ ফৌজ স্মৃতি কলেজ।

হাওড়া, ৯ আগস্ট:- ‘তুফান ঘোষকে মানছি না।’ তুমুল বিক্ষোভ হাওড়ার ডোমজুড়ের আজাদ হিন্দ ফৌজ স্মৃতি কলেজে। ছাত্র বিক্ষোভে উত্তাল কলেজ চত্বর। এই নিয়ে দুই গোষ্ঠীর মধ্যে ব্যাপক হাতাহাতি হয়। পুলিশের সামনেই ঝামেলায় জড়িয়ে পড়ে বিবদমান দুই পক্ষ। কলেজ পরিচালন সমিতির সভাপতি তুফান ঘোষকে কেন্দ্র করে প্রতিবাদ জানান ছাত্রছাত্রীরা। তাঁদের অভিযোগ, জগৎবল্লভপুরের বিধায়ক সীতানাথ ঘোষ ঘনিষ্ঠ তৃণমূল নেতা তুফান ঘোষকে কলেজের সভাপতি করা হয়েছে। তাঁদের অভিযোগ, দূর্নীতিগ্রস্ত ওই তৃণমূল নেতা বর্তমানে মাকড়দহ এক নম্বর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান।

এছাড়াও মাকড়দহ বামাসুন্দরী স্কুলের পরিচালন সমিতিরও সভাপতি। তাই একধিক পদে থাকার পরেও কলেজ পরিচালন সমিতির সভাপতি করেছেন বিধায়ক। ওনাকে আমরা মানছি না মানব না বলে শুক্রবার কলেজ চত্বরে ব্যাপক বিক্ষোভ হয়। শুক্রবার সকালে গোটা কলেজ চত্বর জুড়ে পোষ্টার পড়ে। প্রসঙ্গত, বর্তমানে তুফান ঘোষ এলাকার বিধায়ক সীতানাথ ঘোষ অনুগামী হিসাবে পরিচিত। সব মিলিয়ে গোষ্ঠী কোন্দলে উত্তপ্ত ডোমজুড়ের আজাদ হিন্দ স্মৃতি মহাবিদ্যালয়।