এই মুহূর্তে কলকাতা

মহিলা ট্রেনি ডাক্তারের অস্বাভাবিক মৃত্যুকে ঘিরে চাঞ্চল্য আরজিকর মেডিকেলে।

কলকাতা, ৯ আগস্ট:- আজ শুক্রবার আরজিকর মেডিক্যাল কলেজের সেমিনার হল থেকে উদ্ধার হল এক মহিলা ট্রেনি ডাক্তারের দেহ। জানা গিয়েছে, পোস্ট গ্র্যাজুয়েশনের দ্বিতীয় বর্ষের ওই পড়ুয়া গতকাল অনকল ডিউটিতে ছিলেন। কিভাবে মৃত্যু হয়েছে তা নিয়ে ঘনিয়েছে রহস্য। ইতিমধ্যেই আরজিকরে এসেছেন পুলিশ কমিশনার বিনীত গোয়েল। রয়েছে ফরেন্সিক বিশেষজ্ঞরা। রাত ২টো নাগাদ রাতের খাবার খেয়ে পড়াশোনা করতে গিয়েছিলেন। তারপরে আজ সকালে দেহ উদ্ধার করা হয়।