এই মুহূর্তে জেলা

আরজি কর-কান্ডে প্রতিবাদ হাওড়াতেও , চিকিৎসক ও চিকিৎসা কর্মীদের মিছিল।

হাওড়া, ১০ আগস্ট:- আরজি কর হাসপাতালের ঘটনায় এবার পথে হাওড়া জেলা হাসপাতালের চিকিৎসক ও চিকিৎসা কর্মীরা। আজ শনিবার সকালে পোস্টার, ব্যানার হাতে মিছিল করেন তাঁরা। হাসপাতালে চিকিৎসক ও চিকিৎসা কর্মীদের নিরাপত্তা এবং আরজি করের চিকিৎসক ছাত্রীর খুনের ঘটনায় দোষীদের শাস্তির দাবিতে বিক্ষোভ দেখান তাঁরা। সাময়িক কর্মবিরতিতে নামেন চিকিৎসকরা। তবে রোগীদের যাতে না কোনও সমস্যা হয় সেটাও দেখা হচ্ছে চিকিৎসা পরিষেবা চালু রেখে। সরকারি হাসপাতালের ইমারজেন্সি পরিষেবা চালু রেখেই এদিন এই কর্মবিরতি চলছে। তবে, আউটডোর পরিষেবা সাময়িক ব্যাহত হয়েছে।