এই মুহূর্তে জেলা

ডাউন ব্যান্ডেল লোকালের প্যানটোগ্রাফ থেকে আগুনের ফুলকি, দাঁড় করানো হলো ট্রেন বৈদ্যবাটিতে।

হুগলি, ৪ আগস্ট:- ডাউন ব্যান্ডেল লোকালের প্যান্টোগ্রাফ থেকে আগুনের ফুলকি ধোঁয়া, বৈদ্যবাটি স্টেশনে দাঁড় করিয়ে দেওয়া হয় ট্রেন। জানা গেছে পৌনে দুটো নাগাদ ডাউন ব্যান্ডেল লোকাল ৩৭২৪৮ বৈদ্যবাটি স্টেশনের এক নম্বর প্লাটফর্মে ঢোকে।

সে সময় দেখা যায় আগুন। ট্রেন থেকে যাত্রীরা নেমে যায়। রিভার্স লাইন চালু থাকায় ট্রেন চলাচলে সমস্যা হয়নি। তবে ডাউন এক নম্বর লাইন বন্ধ থাকে পঁয়ত্রিশ মিনিট। ঘটনাস্থলে শেওড়াফুলি জিআরপি রেলের কর্মীরা উপস্থিত হয়। পরে ফাঁকা ট্রেন হাওড়ার উদ্দেশ্যে রওনা দেয়।