এই মুহূর্তে জেলা

এক মিনিটের টর্নেডোয় লন্ডভন্ড হুগলির বেশ কয়েকটি গ্রাম।

হুগলি, ৩ আগস্ট:- এক মিনিটের টর্নেডোয় লন্ডভন্ড তারকেশ্বর ও ধনিয়াখালীর বেশ কয়েকটি গ্রাম। ভেঙে পড়েছে বেশ কয়েকটি বাড়ি ও বড় বড় গাছ। ঘটনা স্থলে পৌঁছেছে পুলিশ, বিপর্যয় মোকাবিলার দল ও দমকল বাহিনী। স্থানীয় সূত্রে জানা গেছে, সন্ধ্যা ৬ টা নাগাদ একটি ঘূর্ণি ঝড় লক্ষ করা যায় তারকেশ্বরের দামোদর সংলগ্ন জিয়ারা গ্রামে।

তারকেশ্বরের জিয়ারা গ্রাম থেকে শুরু হয় ঘূর্ণি ঝড়, শক্তি ক্ষয় হতে হতে ধনিয়াখালীর নিশ্চিন্তপুর হয়ে বর্ধমানের দিক সরে যায়। ঘূর্ণিঝড়ের প্রভাবে জিয়ারা গ্রাম বেশি ক্ষতিগ্রস্ত হয়। এছাড়াও নিশ্চিন্তপুর, হবিবপুর, মোহনপুর হয়ে সোনাগরিয়ার দিকে দুর্বল হতে হতে সরে যায় ঘূর্ণি ঝড় যার প্রভাবে ভেঙে পড়ে গাছ পালা ও ঘর বাড়ি।