এই মুহূর্তে জেলা

মেয়ের অন্নপ্রাশনের অনুষ্ঠানে বাংলার পটশিল্প, বাউল গানকে বাঁচানোর প্রয়াস দম্পতির।

হাওড়া, ১২ জুন:- পাহাড়ের টানে বাউলের গানে পটের আঁকায় মুখরিত ছোট্ট শিল্পী’র অন্নপ্রাশনের অনুষ্ঠানে বাংলার পট শিল্পকে বাঁচানোর প্রয়াস নিলেন হাওড়ার শিবপুর নিবাসী এক দম্পতি। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের সমবায় মন্ত্রী অরূপ রায়ও। হাওড়া শিবপুর নিবাসী দম্পতি পার্থ ও সঙ্গীতার কন্যা শিল্পীর শুভ অন্নপ্রাশন উপলক্ষে ১২ জুন রবিবার এক অভিনব অনুষ্ঠানের সাক্ষী থাকলেন হাওড়ার মানুষ। গ্রাম বাংলার লোকশিল্পী ও পট শিল্পীদের নিয়ে ও বাংলার পটশিল্প ও লোকশিল্পকে ভালোবাসার তাগিদে এবং পটশিল্পকে বাঁচিয়ে রাখার লক্ষ্যে শিল্পীর অন্নপ্রাশনের শুভ দিনে শিল্পীর পরিবারের তরফ থেকে এক ছোট্ট প্রয়াস নেওয়া হয়।

এদিন পশ্চিম মেদিনীপুর জেলার পিংলা গ্রাম থেকে চিত্রকররা হাওড়ার এই অনুষ্ঠানে এসে তাদের শিল্প নিদর্শন উপস্থাপনা করেন। এছাড়াও রামায়ণ, মহাভারত, চন্ডীমঙ্গল ও মনসামঙ্গলের চিরকালীন কাহিনীগুলি পটুয়ারা পটশিল্পের মাধ্যমে মানুষের কাছে এদিন সরাসরি পৌঁছে দেন। পটের পাশাপাশি বীরভূমের বাউল গান বাউল শিল্পীরা পরিবেশন করেন। এর পাশাপাশি প্রখ্যাত পর্বতারোহী মলয় মুখোপাধ্যায় পর্বত আরোহনের দুর্লভ অভিজ্ঞতা মানুষের কাছে তুলে ধরেন।