এই মুহূর্তে কলকাতা

বিজেপি রাজ্যের অশান্তির ছক কষছে, দাবি মুখ্যমন্ত্রীর।


কলকাতা, ২ নভেম্বর:- বিজেপি রাজ্যে অশান্তি করানোর ছক কষছে। এমত অবস্থায় রাজ্যে যেন কোন দাঙ্গা বা অপ্রীতিকর ঘটনা না ঘটে সেব্যাপারে প্রশাসনকে সতর্ক করে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সূত্রের খবর বুধবার নবান্নে রাজ্য মন্ত্রিসভার বৈঠকে তিনি মন্ত্রিসভার সদস্য বিধায়ক এবং পুলিশকে প্রতিটি এলাকায় তীক্ষ্ণ নজর রাখার নির্দেশ দেন। প্রসঙ্গত উল্লেখ করা যেতে পারে একাধিকবার প্রকাশ্যে বিভিন্ন জায়গায় বক্তব্য রাখতে গিয়ে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বারবার দাবি করেছেন, বর্তমান রাজ্য সরকার ডিসেম্বরের পর আর সরকার চালাতে সক্ষম থাকবে না। মন্ত্রীদের উদ্দেশে মুখ্যমন্ত্রী বলেছেন, ‘আপনারা এলাকায় থাকুন। জনপ্রতিনিধিদের এলাকায় থাকতে বলুন।

বিজেপি নভেম্বর-ডিসেম্বর মাসে রাজ্যে গোষ্ঠী সংঘর্ষে ইন্ধন জোগাতে পারে।’ মুখ্যমন্ত্রী এও বলেছেন, পুলিশকে আরও নাকা চেকিং বাড়াতে হবে। যাতে কোনও ধরনের ছোটখাট ঘটনাও না ঘটে। গত কয়েক মাস ধরেই বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলছেন, ডিসেম্বরে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার পড়ে যাবে। শুভেন্দুর সেই সুর শোনা গিয়েছে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের গলাতেও। এর পরই বুধবার রাজ্য মন্ত্রিসভার বৈঠকে বড় আশঙ্কাপ্রকাশ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।মুখ্যমন্ত্রী এদিন স্পষ্ট করে দিয়েছেন, প্রশাসন যা নজর রাখার রাখছে। কিন্তু শুধু তা দিয়েই হবে না। মন্ত্রিসভার সদস্য ও জনপ্রতিনিধিদের বাড়তি ভূমিকা নিতে হবে বাংলার শান্তি ও সম্প্রীতির পরিবেশ অক্ষুন্ন রাখতে।