এই মুহূর্তে কলকাতা

রাজ্যসভার নির্বাচনে তৃণমূলের দুই প্রার্থীর মনোনয়ন পেশ।

কলকাতা, ১৩ ফেব্রুয়ারি:- রাজ্যসভার আসন্ন নির্বাচনের জন্য তৃণমূল কংগ্রেসের দুই প্রার্থী সুস্মিতা দেব ও নাদিমূল হক আজ মনোনয়ন জমা দিয়েছেন। আজ বিধানসভা ভবনে এসে তাঁরা রাজ্য বিধানসভার সচিব তথা রাজ্যসভা নির্বাচনের রিটার্নিং অফিসারের কাছে নিজেদের মনোনয়নপত্র জমা দেন। সঙ্গে ছিলেন মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়, অরূপ বিশ্বাস, সাংসদ ডেরেক ও’ব্রায়েন, সরকার পক্ষের মুখ্য সচেতক নির্মল ঘোষ, উপ মুখ্য সচেতক তাপস রায়-সহ অন্যরা।

মনোয়ন জমা দেওয়ার পর সুস্মিতা ও নাদিমূল দু’জনেই দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কৃতজ্ঞতা ও অভিনন্দন জানান। সুস্মিতা বলেন, চার প্রার্থীর মধ্যে তিনজনই মহিলা। ফলে তৃণমূলের ৪০ শতাংশের বেশি মহিলাদের উপস্থিতি সংসদে। এটা দেশে কার্যত রেকর্ড।