এই মুহূর্তে জেলা

পুরপ্রধানের হাত দিয়ে সূচনা চাঁপদানিতে রথযাত্রার

হুগলি, ২৭ জুন:- কেউ জানেনা কবে রথ চালু হয়েছিল।জানা সম্ভবও নয়। চাঁপদানি পৌরসভা সংলগ্ন রথের ঠিকানা পৌরসভার সামনে। রথের দিনে নির্দিষ্ট ভক্তেরা পূজা অনুষ্ঠান সেরে কাঠের রথ নিয়ে মাসির বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। তার আগে তিন বিগ্রহ জগন্নাথ, সুভদ্রা এবং বলরামকে পুজো দিয়ে রথে ওঠানো হয়। ভক্তেরা রথের রশিতে টান দিয়ে রওনা দেয় মাসির বাড়ির উদ্দেশ্যে।

চাঁপদানিতে এই রথযাত্রাকে কেন্দ্র করে মানুষের উৎসাহ উদ্দীপনা ছিল চোখে পড়ার মতো। রথের রশিতে টান দিয়ে রথযাত্রার শুভ সূচনা করেন পৌরপ্রধান সুরেশ মিশ্র। উপস্থিত ছিলেন অন্যান্য কাউন্সিলরাও। সঙ্গে ছিলেন অগণিত ভক্ত। এই রথ চাঁপদানির মঞ্জুশ্রীতে মাসির বাড়িতে শেষ হয়। সাত দিন মাসির বাড়িতে কাটিয়ে প্রভু উল্টো রথে আবার ফিরবেন নিজের গৃহে।এই রথ উপলক্ষে পুলিশি নিরাপত্তাও ছিল চোখে পড়ার মতো।