কলকাতা , ১২ মে:- ভ্যাকসিনের সরবরাহ নিয়ে বারবার বিজেপি বিরোধী রাজনৈতিক দলগুলি এবং বেশ কিছু রাজ্যের মুখ্যমন্ত্রী অসন্তোষ প্রকাশ করেছে ইতিমধ্যেই। এই বিষয় নিয়ে বারবার কেন্দ্রকে বিঁধেছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। টিকাকরণ নিয়ে ফের একবার সরব হলেন তিনি। আজ প্রধানমন্ত্রীকে ফের একবার চিঠি দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। চিঠিতে তিনি লেখেন, দেশে করোনার অবস্থা খুবই মারাত্মক। টিকাকরণ একমাত্র উপায় এই মহামারী থেকে বাঁচার। কিন্তু দেশে ভ্যাকসিন এর উৎপাদন খুবই কম। পশ্চিমবঙ্গের ১০ কোটি এবং সারা ভারতের ১৪০ কোটি মানুষকে ভ্যাকসিনেশনের আওতায় আনা খুব জরুরী। কিন্তু যে সংখ্যক মানুষ ভ্যাকসিন পেয়েছে তা সংখ্যায় অতি নগন্য।
বিদেশের বিভিন্ন কোম্পানি ভ্যাকসিন তৈরি করছে; বিদেশের বিভিন্ন সংস্থার সাথে যোগাযোগ করে সেখান থেকে ভ্যাকসিন আনার ব্যবস্থা করা হোক। দেশের এই অবস্থার কথা চিন্তা করে বিদেশে যেকোন জায়গা থেকে ভ্যাকসিনের আমদানি করা হোক দেশে। মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার দিন ও মমতা বন্দ্যোপাধ্যায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চিঠি লিখেছিলেন। করোনার এই বাড়বাড়ন্ত হওয়ায় সরাসরি কেন্দ্রীয় সরকার এবং তার সাথে নির্বাচন কমিশনকে দায়ী করেছেন মুখ্যমন্ত্রী। উল্লেখ্য মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায় এক সাংবাদিক সম্মেলনে রাজ্যবাসী কে আশ্বস্ত করেছেন টিকা নিয়ে কোন রকম ভাবে আতঙ্ক তাতে না ছড়ায়। ক্ষমতায় আসার পর মুখ্যমন্ত্রীর এক সপ্তাহের মধ্যে বেশকিছু চিঠি প্রধানমন্ত্রীকে লেখা নিয়ে স্বভাবতই ভাবে এক অন্য রাজনীতির গন্ধ পাচ্ছেন রাজনৈতিক বিশ্লেষকরা।