এই মুহূর্তে কলকাতা

সন্দেশখালি পরিদর্শনে আসছেন তপশিলি জাতি কমিশনের প্রতিনিধি দল।


কলকাতা, ১৩ ফেব্রুয়ারি:- সন্দেশখালি পরিদর্শনে আসছেন তফসিলি জাতি কমিশনের প্রতিনিধি দল। চেয়ারম্যান অরুণ হালদারের নেতৃত্বে আসছে এক প্রতিনিধিদল। ১৫ ফেব্রুয়ারি সন্দেষখলী পরিদর্শনে যাবে জাতীয় তফসিলি জাতি কমিশনের প্রতিনিধি দল। সকাল ১১ টায় সন্দেষখলি পৌঁছবেন কেন্দ্রীয় প্রতিনিধি দল। অত্যাচারিত পরিবারের দের সঙ্গে দেখা করবে জাতীয় তফসিলি জাতি কমিশনের সদস্যরা।

সেই দিনই জেলা প্রশাসন জেলা শাসক, পুলিশ সুপার সহ আধিকারিক দের সঙ্গে কথা বলবেন। তার পরে সাংবাদিক দের সঙ্গে কথা বলবে জাতীয় তফসিলি জাতি কমিশনের চেয়ারম্যান।