এই মুহূর্তে জেলা

সিদ্ধান্ত বদলের দাবিতে অবস্থান, অসুস্থ পুরপারিষদ হাসপাতালে।

হুগলি, ৩০ জুন:- অস্থায়ী শ্রমিক-কর্মচারীদের ৬৫ বছরের পর অবসরের নির্দেশ এবং কোনও আর্থিক সহায়তা না দেওয়ার সিদ্ধান্তে ক্ষোভে ফেটে পড়লেন হুগলি-চুঁচুড়া পুরসভার অস্থায়ী শ্রমিকেরা। সোমবার মাসের শেষ দিনে বোর্ড মিটিং চলাকালীন এই সিদ্ধান্ত জানার পরেই আন্দোলনে শামিল হন তাঁরা। পুরসভা সূত্রে জানা গিয়েছে, গত ১৭ জুন একটি বিশেষ বোর্ড সভায় দৈনিক মজুরি ১০০ টাকা বৃদ্ধির দাবি এবং ৬৫ বছরের উর্ধ্বে কর্মরত শ্রমিকদের অবসরকালীন এককালীন ৫ লক্ষ টাকা দেওয়ার প্রস্তাব নিয়ে আলোচনা হয়।

তবে সে দিন কোনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। সোমবার, নিয়মিত বোর্ড মিটিংয়ের সময় শ্রমিকদের জানানো হয়, আগামীকাল, ১ জুলাই থেকে ৬৫ বছরের উর্ধ্বে সকল অস্থায়ী শ্রমিককে বসিয়ে দেওয়া হবে এবং কোনও এককালীন অর্থও প্রদান করা হবে না। এই সিদ্ধান্তে ক্ষোভে ফেটে পড়েন শ্রমিকেরা। তাঁরা সভাকক্ষের বাইরে বসে পড়েন এবং অবস্থান বিক্ষোভ শুরু করেন। এই সিদ্ধান্ত অবিলম্বে প্রত্যাহার করতে হবে, দাবি জানান আন্দোলনরত কর্মীরা। বিক্ষোভের মাঝে অসুস্থ হয়ে পড়েন পুরপারিষদ (জল) দিব্যেন্দু অধিকারী। তাঁকে স্ট্রেচারে করে সভাকক্ষ থেকে বের করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এই অবস্থায় পুরপ্রধান সহ বেশ কয়েকজন কাউন্সিলর সভাকক্ষেই আটকে রয়েছেন। ঘটনাস্থলে রয়েছে পুলিশ।