হুগলি, ১৩ ফেব্রুয়ারি:- সন্দেশখালিতে শাহজাহান বাহিনীর দ্বারা অত্যাচারিত মহিলারা। ক্ষোভে ফুঁসছেন ওই এলাকার গ্রামবাসীরা। রাজ্যের বিভিন্ন জায়গায় প্রতিবাদ শুরু হয়েছে।
আজ শ্রীরামপুর ও চুঁচুড়া, চন্দননগর, সিঙ্গুরে বাম গনতান্ত্রিক সংগঠনগুলো মিছিল করে।পথ অবরোধে সামিল হয়। শ্রীরামপুরে বটতলায় জিটি রোড অবরোধ হয়। চুঁচুড়ায় মিছিল করে ঘড়ির মোরে প্রতিবাদ জানানো হয়। সিঙ্গুরেও মিছিল হয়। দাবী ওঠে শাহজাহান সহ দোষীদের গ্রেফতার করতে হবে।