এই মুহূর্তে জেলা

পণ্যবাহী গাড়ির ধাক্কায় ভাঙলো গেট।


হুগলি, ৩০ জানুয়ারি:- আজ সকালে বৈদ্যবাটী ১১নাম্বার রেল গেট দিয়ে একটি পণ্যবাহী গাড়ি যাওয়ার সময় গেটে ধাক্কা মারে , গাড়ির ধাক্কায় ভাঙ্গে ১১ নম্বর রেলগেট। স্থানীয় সূত্রে জানা যায় চন্দননগরের দিক থেকে আরামবাগের দিকে যাচ্ছিলো এই গাড়িটি তখনি ১১ নাম্বার রেল গেট বন্ধ হচ্ছিলো ঠিক সেই সময় গাড়িটি সজোরে গেটে ধাক্কা মারে রেল গত ভেঙে যাওয়ার ফলে তীব্র যানজট সৃষ্টি হয়। রেল গেটের পশ্চিম পারে স্থানীয়রা ওই পণ্যবাহী গাড়িটিকে পাকড়াও করে। ঘটনাস্থলে রেলপুলিশ এসে চালক সহ গাড়িটিকে আটক করে। শুরু হয় রেল গেট মেরামতির কাজ।