এই মুহূর্তে জেলা

বালিতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল দোতলা বাড়ির একাংশ। অল্পের জন্য প্রাণে রক্ষা।


হাওড়া, ১ সেপ্টেম্বর:- দীর্ঘদিন বিপজ্জনক অবস্থায় থাকা পুরনো একটি দোতলা বাড়ির একাংশ ভেঙে দুর্ঘটনা ঘটল হাওড়ার বালিতে। দোতলা ওই বাড়ির একটি অংশ পাশের বাড়ির দেওয়ালে বিপজ্জনকভাবে আটকে যাওয়ায় এদিন অল্পের জন্য রক্ষা পান বাড়িতে থাকা এক নিরাপত্তারক্ষী। বুধবার সন্ধ্যে নাগাদ খবর পেয়ে বালি থানার পুলিশ ঘটনাস্থলে যায়। এদিন মুষলধারে বৃষ্টির পর বিকেলের দিকে বীরেশ্বর চ্যাটার্জি স্ট্রিটে ঘটনাটি ঘটে। বাড়ির একাংশ ভেঙে পড়ে দুর্ঘটনার কারণে প্রতিবেশীদের মধ্যেও আতঙ্ক ছড়িয়ে পড়ে। বাড়ির অন্যান্য সদস্যদের সুরক্ষা জায়গায় নিয়ে যাওয়া হয়। এক মহিলা এবং এক ব্যক্তিকে উদ্ধার করে অন্যত্র নিয়ে যাওয়ার ব্যবস্থা করা হয়েছে।