এই মুহূর্তে জেলা

অমরপুর জমি জটে এবার বিঁশবাহ জলে কামারপুকুর – বিষ্ণুপুর রেল লাইনের কাজ।

হুগলি, ২৯ জানুয়ারি:- আগে নিকাশি ব্যবস্থার স্থায়ী সমাধান তারপর জমি হস্তান্তর এরকমই দাবীতে আজ গোঘাট 2 নং বিডিও অফিস চত্বরে পূর্ব রেলের আধিকারিকদের সঙ্গে বাক্য বিনিময়ে জড়িয়ে পড়লেন অমরপুরবাসী এবং চাষীরা। অবশ্য অমরপুর থেকে বিষ্ণুপুর রেল সংযোগের কাজ থমকে ছিল অমরপুরে জমি জটে এবং এ প্রসঙ্গে বেশ কয়েকবার এরকম খবর ছড়িয়ে পড়েছিল যে অমরপুরে জমি জটের সমাধান হয়েছে এবং কাজ শুরু হবে খুব শীঘ্রই, আদপে নিষ্পত্তি হয়নি আর এর মূল কারণ স্থায়ী নিকাশের ব্যবস্থার ব্যাপারে উদাসীন রেল কর্তৃপক্ষ।

অমরপুরের বিস্তীর্ণ এলাকার মানুষের দাবি ছিল স্থায়ী নিকাশি ব্যবস্থা সমাধানে সক্রিয় না হলে এবং স্থায়ী প্রতিশ্রুতি পেলে তবেই জমি দেবে কিন্তু সেই প্রতিশ্রুতি পাওয়া যায়নি রেল কর্তৃপক্ষের তরফ থেকে। বিষয়টা নিয়ে আজ আবারও রেল কর্তৃপক্ষের সঙ্গে চাষী এবং এলাকাবাসীদের বাক্য বিনিময় হয়ে যায় গোঘাট ২নং বিডিও অফিসে। প্রসঙ্গত উল্লেখ করা যায়। তারকেশ্বর থেকে বিষ্ণুপুর রেল সংযোগের কাজ দীর্ঘ বছর আটকে আছে ভাবাদিঘি বাঁচাও আন্দোলনের কারণে, এবার কামারপুকুর থেকে বিষ্ণুপুরের রেল লাইনের কাজ থমকে গেল অমরপুরে। তারকেশ্বর থেকে বিষ্ণুপুর স্বপ্নের রেল লাইনের বাস্তবায়ন এভাবে বারবার হোঁচট খাওয়াতে হতাশ গোঘাটবাসী।