হুগলি, ৩০ জানুয়ারি:- হাতে লাঠি চোখে গোল চশমা পরনে খদ্দর আর খেটো ধুতি গান্ধীজির ট্রেডমার্ক। সেই ভাবেই গান্ধী সেজে জাতীয় পতাকা নিয়ে মিছিল। একাধিক ট্যাবলোতে মহাত্মা গান্ধীর নানা ছবি এবং গলায় ভারতের ভৌগলিক ম্যাপ নিয়ে তৃনমূল নেতৃত্ব মিছিলে হাঁটলেন। চুঁচুড়া তালডাঙা মোর থেকে কেওটা ঝাঁপপুকুর পর্যন্ত এই মিছিলে ছিলেন হুগলি জেলা পরিষদের সভাধিপতি রঞ্জন ধারা, চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদার সহ পুরসভা ও গ্রাম পঞ্চায়েতের জন প্রতিনিধিরা।
বিধায়ক অসিত মজুমদার বলেন, যারা গান্ধীজিকে হত্যা করেছে তারা দেশ ভাগ করতে চাইছে,অর্থনৈতিক সংকট সৃষ্টি করতে চাইছে। তৃনমূল এর প্রতিবাদে তৃনমূল রাস্তায় নেমেছে। রাজ্য সভাপতির নির্দেশে এই কর্মসূচী পালিত হচ্ছে।আমরা মানুষের আশির্বাদ চাই মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে অর্থনৈতিক বুনিয়াদ শক্ত ভারত গরতে। এবং যারা গান্ধীজিকে হত্যা করেছে তাদের বিরুদ্ধে গর্জে উঠতে।