এই মুহূর্তে কলকাতা

শাসক-বিরোধী বাদানুবাদে উত্তপ্ত রাজ্য বিধানসভা।


কলকাতা, ২৮ নভেম্বর:- ভিন্ন ভিন্ন রাজনৈতিক বিষয়ে বিরোধী বিজেপি ও শাসক দল তৃণমূল কংগ্রেসের কর্মসূচিকে কেন্দ্র করে রাজ্য বিধানসভার অধিবেশন আজ উত্তপ্ত হয়ে ওঠে। তৃণমূল কংগ্রেস নেত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নির্দেশে তৃণমূল কংগ্রেসের পরিষদীয় দল আজ কেন্দ্রের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগ তুলে বিধানসভায় আম্বেদকর মূর্তির পাদদেশে লাগাতার ধর্না কর্মসূচি নিয়েছে। আগামী কাল কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহর রাজ্য সফরের দিনেও হাতে কালো ব্যাজ বেঁধে তৃণমূল কংগ্রেস বিধায়করা ধরনা দেবেন বলে জানানো হয়েছে।

অন্যদিকে আজ অধিবেশনের শুরুতেই রাজ্য সরকারের বিভিন্ন দফতরের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলেবিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী মুলতবি প্রস্তাব পেশ করে আলোচনা দাবি করেন। অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় বিজেপির আনা সেই মূলতবি প্রস্তাবে সম্মতি দেননি। ফলে বিজেপি সদস্যরা চিৎকার চেঁচামেচি জুড়ে দেন। কিছুক্ষণ পরে তাঁরা সভা থেকে ওয়াক আউট করে বেরিয়ে যান। বিধানসভা চত্বরে রাজ্য সরকারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে বিজেপির বিক্ষোভ অবস্থান চলছে।