হুগলি, ২৮ নভেম্বর:- শ্রমিকের মৃত্যুকে ঘিরে উত্তেজনা গৌরহাটি ই এস আই হাসপাতালে।চন্দননগর থানার অধিনে এই হাসপাতালে ২৭ ১১ ২০২৩ তারিখে বজবজ হাসপাতাল থেকে চলে আসে ভদ্রেশ্বর বাবুরবাজারের বাসিন্দা জুটমিল শ্রমিক অনিল সিং এর পুত্র ১৯ বছরের রবীন। এর আগে ১২ নভেম্বর গৌরহাটি ই এস আই হাসপাতালে পেটে ইনফেকসনের জন্য ভর্তি হয়।তারপর বজবজে রেফার করা হয়েছিল।
গতকাল রাত পৌনে বারোটায় বাড়ির লোককে জানানো হয় রবীন আত্মহত্যা করেছে। এরপর বাড়ির লোকজন সহ প্রচুর মানুষ উপস্থিত হয় গৌরহাটি ই এস আই হাসপাতালে। খবর পেয়ে চলে আসে ভদ্রেশ্বর চন্দননগর থানার পুলিশ। পুলিশকে বডি নিয়ে যেতে দেয়নি উত্তেজিত জনতা।এদের দাবি এই রুগী আত্মহত্যা করতে পারে না।একে মেরে ফেলা হয়েছে।উপযুক্ত তদন্ত করে দোষীদের শাস্তির দাবি করে তারা।