এই মুহূর্তে জেলা

হিন্দমোটরে মহিলার ওপরে চড়াও মত্ত যুবকের, সোশ্যাল মিডিয়ায় আতঙ্কিত মহিলার কাতর আর্জি!


হুগলি, ৪ নভেম্বর:- সন্ধ্যা হলেই হিন্দমোটর জনতা সরনী এবং সংলগ্ন এলাকায় জমে উঠছে নেশাখোরদের আসর। নেশাখোরদের উৎপাতে অতিষ্ঠ এলাকাবাসীরা, এমনটাই অভিযোগ স্থানীয়দের। গত বুধবার রাতে জনতা সরণি এলাকায় স্থানীয় বাসিন্দা অন্তরা ঘোষের বাড়িতে পরিচিত এক মত্ত যুবক ঢুকে পড়ে এবং বারংবার দরজা খোলার জন্য পীড়াপীড়ি করতে থাকে। শনিবার অন্তরা ঘোষের অভিযোগ ওই নেশাগ্রস্ত যুবক এলাকার নয় এবং তার কাছে কোন ধারালো বস্তু হাতে নিয়ে সে কোন অসৎ উদ্দেশ্যে বাড়ির তিন তলায় উঠে এসেছিল। উপস্থিত বুদ্ধিকে কাজে লাগিয়ে দরজা না খোলায় এবং এলাকার লোকের চেঁচামেচিতে ওই নেশাগ্রস্ত যুবক ধরা পড়ে যায়।

ইতিমধ্যেই পুলিশ ওই নেশাগ্রস্ত যুবককে গ্রেপ্তার করেছে। তবে অন্তরা ঘোষের অভিযোগ ওই এলাকাতেই পার্থ দাস নামে অন্য এক নেশাগ্রস্ত যুবক অভিযুক্ত বহিরাগত যুবককে নিয়ে এসেছে। প্রসঙ্গত একটি খুনের ঘটনায় অভিযুক্ত হয়ে সম্প্রতি কিছুদিন আগেই পার্থ দাস গ্রেফতার হয়েছিলেন। বর্তমানে সে জামিনে আছে। গোটা ঘটনা ঘিরে একদিকে যেমন আতঙ্কিত অন্তরা ঘোষ এবং তার পরিবার। পাশাপাশি এলাকার কাউন্সিলর ও উত্তরপাড়া পৌরসভার বিরোধী দল নেতা প্রবির কংস বণিক বলেন ঘটনার খবর পেয়েই আমি অন্তরা দেবীর সাথে দেখা করতে এসেছি। সন্ধ্যা হলেই এলাকায় নেশাখোরদের আড্ডা জমে পুলিশকে এর আগেও জানিয়েছি। অবিলম্বে প্রশাসনের কাছে এই নেশাখোরদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের আবেদন জানাচ্ছি।