এই মুহূর্তে জেলা

রেশন দুর্নীতি-কান্ডে হাওড়াতেও অভিযানে ইডি।


হাওড়া, ৪ নভেম্বর:- রাজ্যে রেশন দুর্নীতি-কান্ডে এবার ইডি’র হানা হাওড়ায়। শুক্রবার রাতে হাওড়ার ডোমজুড় থানা এলাকার জালান কমপ্লেক্সের ব্লক-৩ এর একটি চাল ও আটা মিলে ইডি’র একটি দল হানা দিয়ে তল্লাশি শুরু করে। পুরো কারখানা ঘিরে রেখেছে কেন্দ্রীয় বাহিনী।

জানা গিয়েছে, রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক গ্রেপ্তার হবার পরেই এই মিলের হদিশ পায় ইডি। এখান থেকে রেশনে দেওয়ার জন্য চাল ও আটা সরবরাহ করা হতো বলে জানা গিয়েছে।