হাওড়া, ২১ ফেব্রুয়ারি:- বেসরকারি চ্যানেলের জনপ্রিয় রিয়েলিটি শো ‘দিদি নাম্বার ওয়ানে’ এর সেটে এলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ বুধবার, ২১ ফেব্রুয়ারী হাওড়ার ডুমুরজলা স্টেডিয়ামে দিদি নম্বর ১ এর সেটে উপস্থিত হন বাংলার ‘দিদি’ মমতা। স্বাভাবিকভাবেই বাংলার মুখ্যমন্ত্রীকে এবার দেখা যাবে অন্য ভূমিকায়। টেলিভিশনের অন্যতম রিয়েলিটি শোয়ের প্রতিযোগী হিসেবে দেখা যাবে মমতা বন্দ্যোপাধ্যায়কে।
মুখ্যমন্ত্রীর সাথে প্রতিযোগী হিসাবে থাকবেন ডোনা গঙ্গোপাধ্যায়, অরুন্ধতী হোম চৌধুরীর মতো সেলিব্রিটিরা। প্রসঙ্গত, এই প্রথম কোনও রিয়েলিটি শোয়ে এসেছেন মুখ্যমন্ত্রী। সকাল থেকেই আঁটোসাঁটো নিরাপত্তা নেওয়া হয়েছে ডুমুরজলা স্টেডিয়াম চত্বরে।