এই মুহূর্তে জেলা

রেশনের আটায় কিলবিল করছে পোকা, হুগলিতে ক্ষোভ এলাকাবাসীর।

হুগলি, ৩ নভেম্বর:- রেশনের আটায় কিলবিল করছে কালো পোকা। দুয়ারে রেশন থেকে উপভোক্তাদের সেই আটার প্যাকেট দেওয়া হচ্ছে। যা দেখেই ক্ষোভে ফেটে পড়েছেন এলাকাবাসী। গোঘাটের কাঁটালি শৈলেশ্বর শিব মন্দিরে দুয়ারে রেশন ক্যাম্পে এই দৃশ্য নজরে এসেছে। রেশন দুর্নীতির অভিযোগে যখন তোলপাড় বাংলার রাজ্য রাজনীতি, ঠিক তখনই রাজ্যের নানা প্রান্ত থেকে উঠে আসছে নিম্নমানের রেশন দেওয়ার অভিযোগ। এবার ঘটনাস্থল হুগলির গোঘাট। মূলত গ্রামের কয়েকটি পাড়া নিয়ে একটি জায়গা ঠিক করে সেখান থেকেই দেওয়া হয় রেশন। বৃহষ্পতিবার বিকেলে সেই কাজই করছিলেন রেশন কর্মীরা। অভিযোগ, পাড়ায় পাড়ায় দুয়ারে রেশনে দেওয়া আটার প্যাকেট খুলতেই দেখা যায় তাতে কিলকিল করছে কালো পোকা। রেশন দুর্নীতির অভিযোগে যখন তোলপাড় বাংলার রাজ্য রাজনীতি, ঠিক তখনই রাজ্যের নানা প্রান্ত থেকে উঠে আসছে নিম্নমানের রেশন দেওয়ার অভিযোগ। এবার ঘটনাস্থল হুগলির গোঘাট। মূলত গ্রামের কয়েকটি পাড়া নিয়ে একটি জায়গা ঠিক করে সেখান থেকেই দেওয়া হয় রেশন।

বৃহষ্পতিবার বিকেলে সেই কাজই করছিলেন রেশন কর্মীরা। অভিযোগ, পাড়ায় পাড়ায় দুয়ারে রেশনে দেওয়া আটার প্যাকেট খুলতেই দেখা যায় তাতে কিলকিল করছে কালো পোকা। রেশন ডিলারের কর্মীরা পোকাযুক্ত আটার প্যাকেট দেওয়ার কথা স্বীকারও করে নেন। এদিকে বেগতিক বুঝে আগেই এলাকা ছেড়ে পালিয়ে যান রেশন ডিলার। রাত পর্যন্ত ওই রেশন ডিলার সুব্রত মুখার্জির দেখা পাওয়া যায়নি। উপভেক্তারা রেশনের পোকাযুক্ত আটা খেতে বাধ্য হচ্ছেন বলে অভিযোগ উঠেছে। খবর পেয়ে এরপরই রেশন ডিলারের গোডাউনে হানা দেয় খাদ্য দফতরের আধিকারিকরা। রেশন উপভোক্তাদের বাড়ি বাড়ি ঘুরে এই বিষয়ে খবর নেওয়া হয়। গোটা বিষয়টি খতিয়ে দেখেন তাঁরা। প্রসঙ্গত, বেশ কয়েকদিন আগে রেশনে পোকা ধরা চাল দেওয়ার অভিযোগ উঠেছিল মালদহের মানিকচক ব্লকের মধুপুরে। সেখানে ডিলারকে ঘিরে ধরে বিক্ষোভও দেখিয়েছিলেন গ্রামবাসীরা। ভয়ে মালপত্র ফেলে রেখেই চম্পট দিতে দেখা গিয়েছিল ডিলারকে। এবার যেন সেই একই ঘটনার পুনরাবৃত্তি হুগলিতে।