এই মুহূর্তে জেলা

ক্ষণিকের ঝড়ে লণ্ডভণ্ড চুঁচুড়া শহর

হুগলি, ২১ মে:- ক্ষণিকের ঝড়ে গাছ চাপা পড়ে আহত এক ব্যক্তি,তাকে ভর্তি করা হয়েছে চুঁচুড়া ইমামবাড়া হাসপাতালে। একটি ঘরের উপর প্রাচীন অসত্য গাছ চাপা পড়ে যায় দুজন আটকে পড়েন। দমকল পুরসভার কর্মীরা উদ্ধার কাজে হাত লাগায়। আজ সন্ধ্যায় হঠাৎ করেই ঝড় বৃষ্টি শুরু হয়। প্রচন্ড ঝড়ে চুঁচুড়ার শ্যামবাবুর ঘাট, ষন্ডেশ্বর তলা, ব্যান্ডেলের বড় মসজিদ তলায় গাছ ভেঙে পড়ে। ষন্ডেশ্বরতলায় বিদ্যুৎ এর একাধিক খুঁটি উপরে পরে। ঝড়ের সময় শ্যামবাবুর ঘাটে দোকানে আশ্রয় নিয়েছিলেন এক ব্যক্তি।

একটি বটগাছ ভেঙে পড়ে সেই দোকানের উপর। গুরুতর আহত ওই ব্যক্তিকে চুঁচুড়া ইমামবাড়া হাসপাতালে নিয়ে যাওয়া হয়। অন্যদিকে চুঁচুড়া পুরসভার চার নম্বর ওয়ার্ড ব্যান্ডেলের বড় মসজিদ এলাকায় মসজিদ লাগোয়া একটি ঘরের উপর প্রাচীন অশ্বত্থ গাছ ভেঙে পড়ে। মসজিদে রান্না করেন দুই মহিলা তারা সেই সময় ঘরে ছিলেন। আটকে পড়েন ঘরের মধ্যে। খবর পেয়ে স্থানীয় কাউন্সিলর সরস্বতী পাল কর্মস্থলে যান। খবর দেওয়া হয় দমকলে। পুরসভার কর্মীরাও ভোটার তলে হাজির হয়। দুই মহিলাকে ঘর থেকে উদ্ধারের চেষ্টা শুরু হয়। ঝড় বৃষ্টির ফলে চুঁচুড়া শহরের বেশ কিছু এলাকা বিদ্যুৎহীন হয়ে পড়ে।