এই মুহূর্তে জেলা

হাওড়ার অনুব্রত ‘ঘনিষ্ঠ’ মনোজ মাহনোতে’র ফ্ল্যাটে ফের ইডি’র হানা।


হাওড়া, ৩১ অক্টোবর:- হাওড়া থানা এলাকার রাউন্ড ট্যাঙ্ক লেনের শান্তিকুঞ্জ আবাসনের সি ব্লকে হানা ইডি’র। জানা গেছে, অনুব্রত ‘ঘনিষ্ঠ’ মনোজ কুমার মাহনোতে’র ফ্ল্যাটে মঙ্গলবার দুপুরে ইডি হানা দেয়। সূত্র মারফত জানা গেছে, তিনি পেশায় চাটার্ড অ্যাকাউন্ট্যান্ট। এদিন দুপুর ১২:৩০টা নাগাদ সাতজনের একটি দল সেখানে হানা দেন। তিনি অনুব্রত’র ‘ঘনিষ্ঠ’ ছিলেন।

চার মাস আগেও এখানে ইডি হানা দিয়েছিল। তবে ফ্ল্যাট বন্ধ থাকায় তারা চলে যান। এদিন পুনরায় হানা দেন ইডি’র আধিকারিকরা। সেই সময় তিনি ফ্ল্যাটেই ছিলেন। অনুব্রত’র আপ্ত সহায়ক মণীষ কোঠারির আত্মীয় এই মনোজ মাহনোত।