এই মুহূর্তে জেলা

এবার ডেঙ্গুর বলি হাওড়ার যুবক, হেলদোল নেই পুরনিগমের।


হাওড়া, ৩১ অক্টোবর:- নীতু সিংয়ের পর অতীশ সিং। মাত্র ৫ দিনের ব্যবধানে ডেঙ্গুতে ফের মৃত্যুর ঘটনা ঘটলো হাওড়ায়। গোলাবাড়ি থানা এলাকার একটি বেসরকারি হাসপাতালে গত বৃহস্পতিবার মৃত্যু হয় নীতুর। এবার ঘটনা ২৯নং ওয়ার্ডের রামেশ্বর মালিয়া লেনে। অতীশ কুমার সিং (২৭) জ্বর নিয়ে ভর্তি ছিলেন হাওড়ার এক বেসরকারি হাসপাতালে। মঙ্গলবার ভোরে সেখানেই তাঁর মৃত্যু হয়। স্থানীয়রা এদিন এই নিয়ে ক্ষোভ উগরে দেন হাওড়া পুরনিগমের বিরুদ্ধে।

তাঁদের অভিযোগ, এখানে নিয়মিত ড্রেন সাফাই হয়না। ব্লিচিং বা মশা মারার তেল স্প্রে করা হয়না। মশার আঁতুড়ঘর হয়ে রয়েছে গোটা এলাকায়। অথচ কোনও উদ্যোগ নেই পুরনিগমের। ভোট এলে তবেই জনপ্রতিনিধিদের দেখা মেলে বলেও স্থানীয়দের অভিযোগ। তবে, ডেঙ্গুতে মৃত্যুর খবর আসতেই মঙ্গলবার সকালে দেখা মিলেছে পুরনিগমের সাফাই কর্মী থেকে শুরু করে স্বাস্থ্য কর্মীদের।