হাওড়া, ১১ অক্টোবর:- এবার আর ছাত্রছাত্রীরা নয়, হাওড়া একটি স্কুলে শিক্ষক শিক্ষিকারা নিজেরাই জড়িয়ে পড়লেন হাতাহাতিতে। হাওড়ার সাঁত্রাগাছির একটি স্কুলে এই ঘটনায় উত্তাল স্কুল চত্বর। স্কুলের দূর্নীতির বিরুদ্ধে শিক্ষাদপ্তরে অভিযোগ করেছিলেন স্কুলের কিছু শিক্ষক শিক্ষিকারা।
সেই অভিযোগের ভিত্তিতেই আসে ওই দপ্তরের চিঠি। কিন্তু কেন করা হলো অভিযোগ এই নিয়েই জনৈক শিক্ষককে স্কুলেরই অন্য শিক্ষকরা হেনস্তা করতে শুরু করেন বলে অভিযোগ। আর তারই প্রতিবাদ করেন আরও কয়েকজন। প্রতিবাদী শিক্ষক শিক্ষিকাদের উপর হামলার অভিযোগ উঠেছে অন্য শিক্ষক শিক্ষিকাদের বিরুদ্ধে। এই নিয়ে চলে হাতাহাতি। আহত দুই শিক্ষককে নিয়ে আসা হয় হাওড়া জেলা হাসপাতালে। ঘটনার তদন্তে নেমেছে চাটার্জিহাট থানার পুলিশ।