হুগলি , ১৫ অক্টোবর:- হুগলিতে দলীয় কোন্দলে অসন্তুষ্ট তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের কড়া হুশিয়ারির ২৪ ঘণ্টার মধ্যেই জেলা নেতৃত্বের যুযুধান দুই পক্ষকে দেখা গেল এক ছাতার তলায়।বৃহস্পতিবার দুর্গাপুজোর ভার্চুয়াল উব্দোধনের অনুষ্ঠানে শ্রীরামপুরে হাজির ছিলেন সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়, মন্ত্রী তপন দাশগুপ্ত, বিধায়ক প্রবীর ঘোষাল, অসিত মজুমদার ও জেলা সভাপতি দিলীপ যাদব। শ্রীরামপুর গান্ধী ময়দানের পুজোতে পাশাপাশি বসেই পুজোর উব্দোধনের অনুষ্ঠানে অংশ নিয়ে নেতারা বলেন বিধানসভা ভোটের আগে ঐক্যমতের ভিত্তিতে কাজ করবে। দলের নেতারা এক হয়ে কাজ করার বার্তা দিতেই পুজোর আগে স্বস্তি নেমেছে শাসক দলের অন্দরে ও নীচু তলার কর্মীদের মধ্যে।
গত কয়েকদিন ধরে তৃণমূলের গোষ্ঠী কোন্দল মূল আলোচনার বিষয় হয়ে উঠেছিল হুগলির রাজনীতিতে। মূলত তৃণমূল জেলা সভাপতি দিলীপ যাদব বনাম সাংসদ, বিধায়কদের লড়াই এমন অবস্থায় যায় বাধ্য হয়ে রাজ্য নেতৃত্বের নির্দেশে গত বুধবার কলকাতায় বৈঠক করতে হয় অভিষেক ব্যানার্জীর উপস্থিতিতে। যে বৈঠকের পর দিলীপ যাদবকে সভাপতির পাশাপাশি তার সাথে আরও সাতজনকে নিয়ে একটি কোর কমিটি তৈরি করে দেওয়া হয়। তপন দাশগুপ্ত জানান তাদের মধ্যে কোন বিবাদ নেই, মিডিয়া চেষ্টা করছে বিবাদ তৈরি করতে। আমরা ঐক্যবদ্ধভাবে বিজেপির বিরুদ্ধে লড়বো। যদিও জেলা সভাপতি দিলীপ যাদব জানান আমি দলের একজন বিশ্বস্ত সৈনিক তাই দল যেমন ভাবে নির্দেশ দিয়েছে তেমনভাবেই কাজ করেছি ।