হুগলি, ১১ অক্টোবর:- কানাইপুর এলাকায় মত্ত অবস্থায় ছয় সাত জনকে ধারালো ছুরি চালিয়ে আহত করে অবশেষে হিন্দ মোটর এলাকায় ধরা পড়লো সেই গুণধর। এদিন সকাল থেকেই কানাইপুর আদর্শনগর ও শাস্ত্রীনগর এলাকায় এলাকার সাধারণ মানুষের উপর ছুরি নিয়ে হামলা চালাচ্ছিল এক উন্মত্ত যুবক।কানাইপুর পঞ্চায়েতের প্রাক্তন প্রধান আচ্ছেলাল যাদবের বাড়ির সিসি টিভি ক্যামেরায় ধরে পরে যুবকের ছবি। এরপরেই সেই ছবি সতর্কতার কারণে ছড়িয়ে পড়ে মানুষের মধ্যে। এরপর এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায়।কিন্তু সন্ধের পর হিন্দ মোটর গ্র্যান্ড সিটি এলাকায় ওই যুবককে দেখতে পায় সেখানকার সিকুরিটি গার্ডরা। এরপরেই অনেকজন মিলে ওই যুবককে ধরে ফেলে পুলিশে খবর দেওয়া হয়। ঘটনাস্থলে এসে কানাইপুর ফাঁড়ির পুলিশ।
এই ঘটনায় স্থানীয় বাসিন্দা তথা প্রাক্তন পঞ্চায়েত প্রধান আচ্ছেলাল যাদব বলেন এদিন সকাল থেকেই এই যুবক এলাকার ছয় থেকে সাতজন মানুষকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে আহত করেছে। তারপর থেকেই এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায় সিসি টিভিতে ওই যুবকের ছবি ধরা পড়ার পরেই সকলকে তার ছবি দিয়ে সতর্ক করা হয়।এরপর সন্ধার পর ওই যুবককে গ্র্যান্ড সিটি এলাকায় দেখতে পেয়ে সেখানকার সিকুরিটিরা তাকে ধরে ফেলে পুলিশে খবর দেয়। আর এই ঘটনায় গ্র্যান্ড সিটির সিকুরিটি ইনচার্জ উৎপল বাবু বলেন তিনি এই যুবক যে সকাল থেকেই অনেক মানুষকে ছুরি দিয়ে আঘাত করে আহত করেছে সেই খবর পাই। তারপর এই যুবকের ছবি পেয়ে সকলকে সতর্ক থাকতে বলি। সন্ধের পর এই যুবক এদিকে আসতেই সকলে মিলে তাকে ধরে বেধে রাখা হয় এরপর পুলিশে খবর দিলে পুলিশ আসে। ঘটনার তদন্ত শুরু করেছে উত্তরপাড়া থানার পুলিশ।