এই মুহূর্তে জেলা

ডেঙ্গু মোকাবিলায় গ্রামে গ্রামে স্বাস্থ্য শিবির হুগলিতে।

হুগলি, ৫ অক্টোবর:- পুজোর আগে ডেঙ্গি আক্রান্ত বাড়ছে হুগলিতে,বৃষ্টির জমা জলে পরিস্থিতি খারাপ হওয়ার আশঙ্কা। মোকাবিলায় গ্রামে গ্রামে স্বাস্থ্য শিবির করছে স্বাস্থ্য দপ্তর। রক্ত সংগ্রহ থেকে স্বাস্থ্য পরীক্ষা ওষুূধ বিলি করা হচ্ছে। জ্বরের উপসর্গ নিয়ে অনেকেই আসছেন শিবিরে। স্কুলে স্কুলে চলছে সচেতনতা। শহরাঞ্চলের থেকে গ্রামাঞ্চলে সংখ্যাটা বেশি।বেশ কিছু এলাকাকে হটস্পট চিহ্নিত করা হয়েছে।এমনই হটস্পট হয়েছে পোলবা ব্লকের সুগন্ধা গ্রাম পঞ্চায়েত।সুগন্ধার যাদবপুর স্কুলে আজ পোলবা গ্রামীন হাসপাতালের টিম স্বাস্থ্য শিবির করে।

গ্রামবাসীদের রক্তের নমুনা সংগ্রহ করা হয়। চিকিৎসকরা স্বাস্থ্য পরীক্ষা করে প্রয়োজনীয় পরামর্শ ওষুধ দেন। হাসপাতালে রক্ত পরীক্ষার পর যদি দেখা যায় কারো ডেঙ্গি হয়েছে তার জন্য কি করতে হবে সে বিষয়েও পরামর্শ দেওয়া হয়। একই সঙ্গে সচেতন করা হয়। সুগন্ধা সারদামনী বালিকা বিদ্যালয়ে ছাত্রীদের সচেতন করা হয় ডেঙ্গি ও ম্যালেরিয়া নিয়ে। উপসর্গ দেখা দিলে চিকিৎসকের পরামর্শ নিতেও বলা হয়। পোলবা গ্রামীন হাসপাতালে চিকিৎসক সায়ন্তন নাগ বলেন, ডেঙ্গি স্ক্রিনিং এর জন্য শিবির করা হচ্ছে। হাসপাতাল থেকে দূরে যাদের বাড়ি তারা বিনা মূল্যে এই শিবিরে রক্ত পরীক্ষা করাতে পারছেন।

বাইরে রক্ত পরীক্ষা করালে অনেক টাকা খরচ তাই জ্বর বা ডেঙ্গির উপসর্গ থাকলেও অনেকে রক্ত পরীক্ষা করাতে চান না।সেই কারনে এই ধরনরে শিবির মানুষের খুবই কাজে লাগছে। এখন কয়েক দিন টানা এই ধরনরে শিবির চলবে। শিবির হাজির হওয়া গ্রামবাসীরা বলেন, শিবিরে এসে তাদের উপরকার হয়েছে। চিকিৎসক দেখে ওষুধ দিয়েছেন।স্বাস্থ্য পরীক্ষাও হয়েছে। হুগলি জেলা স্বাস্থ্য দপ্তর সূত্রে জানা গেছে,৩৯ তম সপ্তাহে গ্রামে ডেঙ্গি আক্রান্ত ৫৪২ জন শহরে ৩১০ জন। জেলায় মোট আক্রান্ত চার হাজার ছুঁয়েছে।