এই মুহূর্তে কলকাতা

বিধানসভায় কয়েকজন তৃণমূল কংগ্রেস বিধায়কের অনুপস্থিতি কে কেন্দ্র করে নতুন জল্পনা।

কলকাতা ,২৮ জানুয়ারি;- উপস্থিতি বাধ্যতামূলক করা সত্ত্বেও আজ বিধানসভায় কয়েকজন তৃণমূল কংগ্রেস বিধায়কের অনুপস্থিতি কে কেন্দ্র করে নতুন জল্পনা দানা বেঁধেছে। এইসব বিধায়কদের অধিকাংশই সম্প্রতি প্রকাশ্যে দলের সঙ্গে দূরত্ব বাড়িয়েছেন। মন্ত্রিসভা থেকে পদত্যাগ করা ডোমজুড়ের তৃণমূল কংগ্রেস বিধায়ক রাজীব বন্দ্যোপাধ্যায় ,বালির বহিস্কৃত বিধায়ক বৈশালী ডালমিয়া,দলের বিভিন্ন পদ থেকে ইস্তফা দেওয়া উত্তরপাড়ার তৃণমূল প্রবীর ঘোষাল অনুপস্থিতির তালিকায় রয়েছেন। যদিও দল ত্যাগের কথা ঘোষণা করেও পরে দলে ফিরে আসা আসানসোলের তৃণমূল কংগ্রেস বিধায়ক জিতেন্দ্র তিওয়ারি সভায় উপস্থিত রয়েছেন। উল্লেখ্য আজ বিধানসভায় তিন কেন্দ্রীয় কৃষি আইন বাতিলের দাবিতে আনা সরকারি প্রস্তাবের ওপর আলোচনার দিনে সভায় উপস্থিত থাকা বাধ্যতামূলক করে তৃণমূল কংগ্রেস তার বিধায়কদের উদ্দ্যেশ্যে হুইপ জারি করেছে।