হাওড়া, ২৯ মে:- পশ্চিমবঙ্গ সরকারের কর্মতীর্থ প্রকল্পের ব্যর্থতার প্রতিবাদে আম আদমি পার্টির বিক্ষোভ প্রদর্শন হল হাওড়ায়। ২০১৭-১৮ সালে হাওড়ার মাকড়দহে জমি নিয়ে সেখানে প্রায় হাজার কোটি টাকা ব্যয় করে কর্মতীর্থ প্রকল্প হাওয়ার কথা ছিল। প্রায় চার থেকে পাঁচ বছর অতিক্রান্ত হওয়ার পরেও সে জমিতে শুধুমাত্র ভিতের কাজ হয়ে পড়ে রয়েছে বলে অভিযোগ।
আর এরই প্রতিবাদে রবিবার সকালে আম আদমি পার্টির পক্ষ থেকে এলাকায় মিছিল করে পোস্টার প্ল্যাকার্ড নিয়ে বিক্ষোভ দেখানো হয়। তারা সরকারের কাছে জানতে চায় কবে কর্মতীর্থ প্রকল্পের কাজ আরম্ভ হবে। জেলার মানুষ কবে এই প্রকল্পের সুবিধা পাবে। শুধু হাওড়া জেলাতেই নয়, একাধিক জেলাতেই কর্মতীর্থ প্রকল্প নিয়ে দুর্নীতির অভিযোগ তুলেছে আম আদমি পার্টি।