তরুণ মুখোপাধ্যায়, ৫ অক্টোবর:- রাজ্য সরকারের প্রতি কেন্দ্রীয় সরকারের বঞ্চনার প্রতিবাদে বৃহস্পতিবার সকাল থেকে পশ্চিম বাংলার বিভিন্ন স্থান থেকে হাজার হাজার তৃণমূল কর্মী রাজভবন অভিযানে সামিল হয়েছিল। যেহেতু রাজ্যপাল বন্যা পরিস্থিতি দেখতে উত্তরবঙ্গ চলে যাওয়ায় কেন্দ্রীয় সরকারের প্রতিনিধি হিসেবে যতক্ষণ না রাজ্যপাল এর রাজ্যের ১০০ দিনের কাজ আবাস যোজনার বঞ্চিতদের সঙ্গে দেখা না করছেন ততদিন তৃণমূল কংগ্রেসের এই ধরণা কর্মসূচি চলবে।
এদিনের এই রাজভবন চলো কর্মসূচিতে হুগলি জেলার জয়হিন্দ বাহিনীর কর্মীরা ব্যাপকভাবে অংশ নিয়েছিল। জেলা জয়হিন্দ বাহিনীর সভাপতি তথা বৈদ্যবাটি পৌরসভার চেয়ারম্যান ইন ইনকাউন্সিল সুবীর ঘোষের নেতৃত্বে জয়হিন্দ বাহিনীর কর্মীরা রাজভবন অভিযানে যান। এ ব্যাপারে সুবীরবাবু জানান কেন্দ্রীয় সরকার বছরের পর বছর এর রাজ্যের যারা গরিব যারা ১০০ দিনের কাজ করেছেন তাদের টাকা আটকে রেখে দিয়েছে। আবাস যোজনা টাকা আটকে রেখেছে মানুষের ছাদ কেড়ে নিয়েছে। এর বিরুদ্ধে প্রতিবাদ জানাতে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে ইতিমধ্য দিল্লি অভিযান হয়েছে।
এবার দিল্লির প্রতিনিধি রাজ্যপাল সিভি আনন্দ বোসের কাছে তৃণমূল কর্মীরা হাজির হয়েছে এবং যাতে এই সমস্ত গরিব মানুষের প্রাপ্য টাকা কেন্দ্রীয় সরকার দেয় সেই ব্যাপারে রাজ্যপালের কাছে দাবি করা হচ্ছে, যেহেতু রাজ্যপাল এখন কলকাতায় নেই সেই কারণে রাজভবনের সামনে তৃণমূল কংগ্রেসের কর্মীরা ধরনা অভিযানে নেমেছে যতদিন না গরীব মানুষেরা তাদের পাওনা টাকা পাচ্ছে। ততদিন তৃণমূল কংগ্রেসের এই লড়াই চলবে।