এই মুহূর্তে জেলা

ক্রিকেট মাঠে ১৪ বছর বয়সেই স্বপ্নের ঠিকানা মোনামির।

হুগলি, ৯ এপ্রিল:- বাবা মুরগীর দোকান চালায়,সংসারে নুন আনতে পান্তা ফুরায় সেই সংসারের মেয়ের যেন আকাশ ঋোয়ার স্বপ্ন, ছোট থেকেই স্বপ্ন ক্রিকেটার হওয়ার ইচ্ছে মোনামি পাত্রর। তার জন্যই এই ছোট্ট বয়সেই চলছিল নিরলস পরিশ্রম। ১৪ বছর বয়সেই দারুন ক্রিকেট প্রদর্শন দেখিয়ে সুযোগ পেল মোহামেডান স্পোর্টিং ক্লাবে। যার জন্য খুশি তার পরিবার থেকে শুরু করে এলাকাবাসীরা। হুগলির জেলার চন্দননগর কৃষ্ণভাবিনি নারি শিক্ষা মন্দির বিদ্যালয়ের ছাত্রী মোনামি পাত্র ১৪,(চুটকি)এই প্রথম সি এ বি মহিলা টি -২০ ক্রিকেট প্রতিযোগিতায় এবং ক্লাব প্রতিযোগিতায় সংগ্রহন করবেন। কলকাতার মহামাডান স্পোর্টিং ক্লাবের পক্ষে।

জানা যায় মোনামি পাত্র চন্দননগর পৌরনিগমের অনন্তপুর এলাকার বাসিন্দা। দীর্ঘদিন ধরেই চন্দননগর প্রদীপ ক্রিকেট এ্যাকাডামিতে কোচ প্রদীপ মন্ডল প্রশিক্ষকের কাছে ক্রিকেট প্রশিক্ষণ নিয়ে আসছেন।খুবই কষ্টের মধ্যে বাবা বাবু পাত্রের ছোট একটি মুরগির ব্যাবসার উপর ভরষা করে পঠনপাঠন ও মহিলা ক্রিকেট খেলোয়াড় খেলায় অর্জন করেছেন।ক্রিকেট প্রশিক্ষণ নেওয়ার সময় কঠোর পরিশ্রম করে সে আজ কৃতিত্বের পথে।তার এই কৃতিত্বে ও সাফল্যে চন্দননগর কৃষ্ণভাবিনি নারি শিক্ষা মন্দিরের শিক্ষিকয়েরা ও চন্দননগর পৌরনিগমের এলাকার বাসিন্দারা অভিনন্দন জানিয়েছেন।