হাওড়া, ৩ অক্টোবর:- সোমবার রাতে হাওড়ার বেলুড়ের হরেন মুখার্জি রোডের একটি অ্যালুমিনিয়াম ইউটেনসিলস তৈরির কারখানার বিধ্বংসী আগুন লাগে। কারখানার মধ্যে থাকা দুটি বড় গোডাউনে থাকা প্রচুর অ্যালুমিনিয়াম সীট জ্বলে যায়। গোটা কারখানায় আগুন ছড়িয়ে পড়ে। আগুনের ভয়াবহতা এতটাই ছিল যে বহুদূর থেকে আগুনের লেলিহান শিখা দেখা যায়।
আতঙ্ক ছড়িয়ে পড়ে। দমকলের চারটি ইঞ্জিন এসে প্রায় ঘন্টা দুয়েকের চেষ্টায় আগুন নেভায়। সোমবার গান্ধী জয়ন্তী উপলক্ষে ছুটির দিন থাকায় কারখানা বন্ধ ছিল। ফলে অগ্নিকাণ্ডের ঘটনায় কোনও হতাহতের খবর নেই। কি করে আগুন লাগল তা খতিয়ে দেখছে দমকল।