হাওড়া , ২৮ মার্চ:- বিয়ের প্রস্তাবে রাজি না হাওয়ায় যুবতীর বাড়িতে হামলা চালাল যুবক ও তার সঙ্গীরা। হাওড়ার ডোমজুড় থানা এলাকার বাঁকড়ার মোল্লাপাড়ায় ঘটনাটি ঘটেছে। অভিযোগ, মোল্লাপাড়ার বাসিন্দা ওই যুবতীকে বিয়ের প্রস্তাব দেয় পাশের মন্ডলপাড়ার বাসিন্দা এক যুবক। কিন্তু ওই যুবতী সেই প্রস্তাবে রাজি হয়নি। এরই প্রতিশোধ নিতে ওই যুবক তার বন্ধুদের নিয়ে যুবতীর বাড়িতে ধারাল অস্ত্র দিয়ে হামলা চালায় বলে অভিযোগ উঠেছে। এদিকে, মেয়েকে বাঁচাতে এসে হামলায় জখম হন যুবতীর মা ও ভাগ্নে। খবর পেয়ে দৌড়ে এসে ওই যুবককে ধরতে গেলে যুবতীর ভাইকে আঘাত করে চম্পট দেয় অভিযুক্ত যুবক। আহতরা সকলেই হাওড়া জেলা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। অভিযুক্তের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ।