এই মুহূর্তে দেশ

দিল্লিতে তৃণমূলের আন্দোলনে রিষড়া পৌরপ্রধানের নেতৃত্বে যুবকর্মীরা।

দিল্লি, ৩ অক্টোবর:- কেন্দ্রীয় সরকারের বঞ্চনা এবং বিভিন্ন প্রকল্পের টাকা না দেওয়ার প্রতিবাদে মঙ্গলবার গান্ধী জয়ন্তীর দিন তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় নেতৃত্বে দিল্লিতে শুরু হয়েছে ধরনা কর্মসূচি। এদিন সকালে রাজঘাটে জাতির পিতা মহাত্মা গান্ধী সমাধিস্থলে পুষ্পার্ঘ্য নিবেদন করে এই প্রতিবাদ কর্মসূচি সূচনা হয়। সারা বাংলা থেকে তৃণমূল স্তরের সমস্ত নেতা থেকে শুরু করে সাধারণ কর্মী এবং বিভিন্ন প্রকল্পের বঞ্চিতরা উপস্থিত হয়ে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছেন।

হুগলি শ্রীরামপুর সাংগঠনিক জেলা যুব তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকেও এদিন বিক্ষোভ কর্মসূচিতে অংশ নেন কর্মীরা। রিষড়া পুরসভার পৌরপ্রধান বিজয় সাগর মিশ্রের নেতৃত্বে যুবকর্মীরা ব্যাপক বিক্ষোভ প্রদর্শন করেন রাজধানীর বুকে। ছিলেন রিষড়ার তৃণমূল যুব কংগ্রেস সভাপতি দীপশংকর দত্ত। তারা রাজ্য সরকারের প্রতি কেন্দ্রীয় সরকারের বঞ্চনার বিরুদ্ধে সোচ্চার হোন।