হাওড়া, ২৫ আগস্ট:- মা বকায় অভিমানে গলায় দড়ি দিয়ে আত্মঘাতী হল অষ্টম শ্রেণীর এক ছাত্র। ঘটনাটি ঘটেছে বুধবার দুপুরে হাওড়ার জগদীশপুর তাঁতিপাড়া এলাকায়। এই ঘটনার জেরে এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। ঘটনার তদন্তে নেমেছে লিলুয়া থানার পুলিশ। এদিন মায়ের বকুনি খেয়ে অভিমানে গলায় দড়ি দিয়ে আত্মঘাতী হয় জগদীশপুর হাইস্কুলের অষ্টম শ্রেণীর ওই ছাত্র। পরিবার সূত্রে জানা গেছে, মৃত কিশোরের নাম সুদীপ্ত দাস ( ১৪ )। মা ছোট ভাইকে ধরতে বলায় সে মায়ের কথা শোনেনি। এতেই মা তাকে বকাবকি করেন। এরপর দুপুর ১২টা থেকে তাকে আর কোথাও খুঁজে পাওয়া যাচ্ছিল না। পরে বিকেল সাড়ে তিনটে নাগাদ ঘরের পিছনে জলের পাইপে গলায় দড়ি দেওয়া অবস্থায় তাকে দেখতে পাওয়া যায়। এরপর হাওড়া জেলা হাসপাতালে তাকে আনা হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।