হুগলি, ৩ অক্টোবর:- অবস্থান ও স্মারকলিপি কর্মসূচিই বদলে গেল পুলিশের সাথে ধস্তাধস্তি ও পথ অবরোধে। মঙ্গলবার হুগলি-চুঁচুড়া পুরসভায় বিভিন্ন দুর্নীতির বিরুদ্ধে শান্তিপূর্ণ অবস্থান ও স্মারকলিপি কর্মসূচি ছিল বিজেপির। দুপুর ১২ টার পর পিপুলপাতি থেকে মিছিল শুরু করে বিজেপির নেতা কর্মীরা। অপ্রীতিকর ঘটনা এড়াতে পুরসভার সামনে ব্যাপক পুলিশ বাহিনী মোতায়েন ছিল। পুরসভার পশ্চিম দিকের গেটও বন্ধ করে দেওয়া হয়।
পুরসভার সামনে মিছিল এসে কিছুক্ষণ বিক্ষোভ দেখানোর পরই ভিতরে ঢুকতে চায় বিজেপি সমর্থকরা। পুলিশ বাধা দিতেই শুরু হয় ধস্তাধস্তি। গায়ের জোরে না পেরে পুরসভার সামনেই রাস্তায় বসে শুরু হয় অবরোধ। অবরোধের জেরে চুঁচুড়া-ত্রিবেণী রুটে ব্যাপক যানজটের সৃষ্টি হয়েছে।