হাওড়া, ২৫ সেপ্টেম্বর:- চারদিনের পুলিশ হেফাজতের পর সোমবার ফের ধৃত চার্টার্ড অ্যাকাউন্টেন্টকে সোমবার দুপুরে তোলা হয় আদালতে। এদিন পুনরায় আরও চারদিনের পুলিশ হেফাজতের আদেশ দেয় আদালত। ভুয়ো সংস্থা খুলে প্রতারণার অভিযোগে কলকাতা থেকে ওই চাটার্ড অ্যাকাউন্ট্যান্টকে গ্রেপ্তার করেছিল হাওড়ার লিলুয়া থানার পুলিশ। গত বুধবার রাতে নরেন্দ্রপুর এলাকা থেকে লিলুয়া থানার পুলিশ গ্রেফতার করেছিল তাঁকে। সূত্র মারফত জানা যায়, এক অনলাইন খাদ্য সরবরাহকারী সংস্থার ডেলিভারি বয়ের অভিযোগের ভিত্তিতে অভিযুক্তকে গ্রেফতার করেছিল পুলিশ। ধৃতের বিরুদ্ধে অভিযোগ, তিনি এক ভুয়ো কোম্পানি খুলে জাল নথি ও ভুয়ো কাগজপত্র বানিয়ে প্রতারণা করতেন। ওই যুবক লিলুয়া থানায় অভিযোগ দায়ের করেছিলেন ধৃতের বিরুদ্ধে। সেই অভিযোগের ভিত্তিতে নরেন্দ্রপুর থেকে ওই চার্টার্ড অ্যাকাউন্টেন্টকে পুলিশ গ্রেফতার করে।
বৃহস্পতিবার ধৃতকে হাওড়া আদালতে তোলা হয়। ধৃতকে চারদিনের জন্য পুলিশ হেফাজতে রাখা হয়েছিল। সোমবার ধৃতকে পুনরায় কোর্টে পেশ করা হয়। এদিন আরও চারদিনের পুলিশ হেফাজত হয়। প্রসঙ্গত, ট্রেড লাইসেন্স করাতে গিয়ে সমস্যার মুখে পড়েছিলেন অভিযোগকারী যুবক। অভিযোগ, তাঁর অজান্তেই তাঁর ভোটার কার্ড, প্যান কার্ড ব্যবহার করে খোলা হয়েছিল ভুয়ো এক কোম্পানি। খোলা হয়েছিল দুটি ব্যাঙ্ক অ্যাকাউন্টও। এই ঘটনায় অভিযোগ ওঠে ওই চাটার্ড অ্যাকাউন্ট্যান্টের বিরুদ্ধে। ভুয়ো কোম্পানি খুলে বছরে প্রায় কয়েক কোটি টাকা লেনদেন হয় বলে অভিযোগ। প্রচুর টাকার মুনাফা হয় বলে অভিযোগ। এমনকি যার নামে কোম্পানি তিনি নিজেও জানতেন না এই ব্যাপারে। এই অভিযোগের তদন্তে নেমেই পুলিশ গ্রেফতার করে ওই অভিযুক্ত চাটার্ড অ্যাকাউন্ট্যান্টকে। বুধবার নরেন্দ্রপুর থেকে গ্রেফতার হন ওই ব্যক্তি।